প্রাণ বেদনা তাঁরে কহিও, চরণে বসেছ যাঁহার,
(তুমি) বলিও, কহিও, শোক দুঃখ যত,
প্রাণেতে আছে যা তোমার।
১। দুঃখে, শোকে আর আঁধার আলোকে
কান্নাকাটি তুমি যবে কর শোকে,
ও চরণ-চাহিয়া, রহিও বসিয়া, তাঁর মত বন্ধু কে-বা আর।
২। ধন, জ্ঞান, বল বুদ্ধি যত,
সে সকলই হয় তাঁহারই প্রদত্ত।
পিতা, মাতা-সূত, ভাই বন্ধু যত, হয় না তারা আপনার।
৩। যাঁর আদেশে রহিলা এদেশে,
নন কি তিনি তব পাশে পাশে।
দুটি চক্ষু মেলিয়া, দেখনা চাহিয়া, কে আছে নিকটে তোমার।
৪। বেদনা নাশক, শোক-দুখ হারক,
তিনিই-ত হন, তোমার আমার তারক
ডাকের মত ডাকে, পাইবে তাঁহাকে, ডেকে দেখ না একবার।