ঝিঁঝিট―ঠুংরী
যীশু বিনে কেহ নাই এ সংসারে,
এই মহা পাপের দায় কে উদ্ধার করে?
১। এই জগৎ মাঝে, যতজন আছে,
তারা সবে দোষী হবে, নিজ পাপ ভারে।
২। পিতা-মাতা সুত, ভাই বন্ধু যত,
তারা আমার পাপের ভার, নিতে নাহি পারে।
৩। ওরে আমার মন, ধর যীশুর চরণ,
যিনি তোমার পাপের ভার, নিলেন শিরোপরে।