চল সকলে যাই যীশুর সদনে;
ডাকিতেছেন দয়াল যীশু মধুর বচনে।
১। ওহে পরিশ্রান্ত ভারাক্রান্ত সর্ব পাপীজন;
আমার নিকটে আইস পাবে শান্ত মন;
মোর যোঁয়ালি সহজ ভার লঘু বহনে।
২। আমার নিকটে আইলে ক্ষুধা নাহি রয়;
আমাতে বিশ্বাসী হইলে পিপাসা পলায়;
বহে আনন্দ-অমৃত-নদী সতত মনে।
৩। যে জন সতত যীশুর বচন মানে,
তাঁহার প্রেমের মাহাত্ম কেবল সে জানে;
যীশু নিরন্তর করেন স্থিতি তাহার মনে।