The Great Physician Now is Near
১। খ্রীষ্ট শরীর আত্মার চিকিৎসক, প্রাণ শীতলকারী যীশু;
শোক, ব্যাধি, দুঃখ, বিনাশক, প্রেমসুধা পূর্ণ যীশু।
ধূয়া− মধুর নাম দূতগণে গায়, মধুর নাম মর্ত্য জিহ্বায়,
মধুর সঙ্গীত এ ধরায়, যীশু প্রাণের যীশু।
২। পাপ তাপ সব করেন বিমোচন, পাতকীর বন্ধু যীশু,
দেন দীনে স্বর্গ নিকেতন, স্বর্গনাথ প্রভু যীশু।
৩। আজ শুন তাঁহার নিমন্ত্রণ, ডাকিছেন তোমায় যীশু,
পরিত্রাণ লয়ে অনুক্ষণ, দাঁড়ায়ে আছেন যীশু।
৪। হোক তোমার স্তব হে বলিমেষ, হে বিশ্বাস পাত্র যীশু।
তোমার ঐ নামের গুণ অশেষ, প্রাণ ভালবাসেন যীশু।
৫। হয় দেব যবে বিসর্জন, হেরিব নেত্রে যীশু,
করিব তাঁহার সংকীর্তন, জয় যীশু প্রাণের যীশু।