আলেয়া ঝিঁঝিট―ঠুংরী
আমি দুঃখে সুখে সদা, তাঁরি মুখ চেয়ে রই
এ সংসারে কেবা আমার প্রিয় যীশু বই।
১। দুঃখের সময় হ’লে, তাঁরি কাছে যাই চলে,
চক্ষু দুটি মুছে দিলে, সবই ভুলে রই।
২। হয়ে সুখী সুখকালে, ডাকি তাঁরে যীশু বলে,
মন কথা তাঁরে বলে, আরো সুখী হই।
৩। যীশু আমার সুখে সুখী, যীশু আমার দুঃখে দুঃখী,
যীশুর কাছে যত থাকি, তত সুখ পাই।