ভাটিয়াল―ঠুংরী
আমার রাখাল কভু ঘুমান না,
আমার আর কিসের ভাবনা!
১। তিনি তৃণ-ভূষিত স্থানে চরাণ, হে−
আমার অসুসার হইবে না।
২। আমি সর্বশক্তিমানের মেষ, হে−
কেহ কেড়ে নিতে পারবে না।
৩। আমার চতুর্দিকে অগ্নি-প্রাচীর, হে−
কেন্দুয়া ছুঁইতে পারবে না।
৪। আমার নাম ধরে ডাকেন সদা, হে−
আমি আর কারও রব শুনব না।
৫। তিনি রোগ শোক সঙ্কটকালে, হে−
সদা করেন আমায় সান্ত্বনা।
৬। যিনি নিজ রক্তে কিনিয়াছেন, হে−
তাঁরে, কখনও ছাড়িব না।