তাল―দাদ্রা
আমা বিনা তব অন্য কেহ না রহুক দেবতা।
ক্ষোদিত পতিমা নির্মাণ কোর না
আমি জীবন দাতা।
কেহ না রহুক দেবতা।
১। করিও না মম নাম অমান্য
পাল বিশ্রামদিন, সেদিন পুণ্য।
পালন কর আজ্ঞা মোর
না লহ নাম অযথা
কেহ না রহুক দেবতা।
২। কর সমাদর পিতা ও মাতার
নরহত্যা না কর ব্যভিচার,
চুরি নাহি কর কোন কিছু কার
ভুলিও না একথা।
কেহ না রহুক দেবতা।
৩। মিথ্যা তব না হোক বাক্য
তব প্রতিবাসী বিরোধী সাক্ষ্য
প্রতিবাসী গৃহে লোভ কোর না হে
ইহাই ব্যবস্থা।
কেহ না রহুক দেবতা।