A wonderful Saviour is Jesus my Lord
এক আশ্চর্য ত্রাণকর্তা যীশু আমার
এক আশ্চর্য ত্রাতা মম,
মম প্রাণ লুকান ঐ পর্বত শিখায়
শান্তি নদী ঐ দেখা যায়।
ধূয়া− লুকান মম প্রাণ ঐ পর্বত শিখায়
সুশীতল ছায়া যেথায়
লুকান মম প্রাণ গভীর প্রেম ছায়ায়
রাখেন পক্ষ নিচে আমায়-২
এক আশ্চর্য ত্রাণকর্তা, যীশু আমার
দূর করেন সব বোঝা আমার
তুলে লন আমায়, আমি টলব না আর,
দেন প্রতিদিন শক্তি আমায়।
অগণিত আশীর্বাদ প্রতিক্ষণে
পূর্ণ করেন আত্মাদানে
গাই আনন্দ গান, প্রভু গৌরব তোমার
ত্রাণকর্তা হে তুমি আমার
ধার্মিকতার বস্ত্র পরে উঠব আমি,
সাক্ষাৎ করতে মেঘ রথে,
তাঁর পুণ্য মুক্তি আরো আশ্চর্য প্রেম
সুরে সুরে মিলিয়ে গাই।