আহা কি মধুর তব প্রেম পরশ
যীশু মম, প্রিয়তম, পরমেশ, হৃদয়েশ।
১। তোমারে কহিব মনের কথা, তোমারে জানাব প্রাণের ব্যথা
যীশু মম, প্রিয়তম, পরমেশ, হৃদয়েশ।
২। কে আর নাশিবে শোক তাপ মম, সান্ত্বনা করিবে তোমারি সম,
যীশু মম প্রিয়তম, পরমেশ, হৃদয়েশ।
৩। বিপদে আপদে তোমারেই ডাকি সতত চরণে তাই পড়ে থাকি
যীশু মম, প্রিয়তম, পরমেশ হৃদয়েশ।
৪। পার্থিব বান্ধব সবে যায় চলে, তুমি নাহি যাও কভু একাকী ফেলে;
যীশু মম, প্রিয়তম, পরমেষ হৃদয়েশ।